৫ জানুয়ারি ১৯৮৬। জন্ম নেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের অন্যতম তিনি।

২০১৮ সালে 'টাইম' তাঁকে পৃথিবীর ১০০ ইনফ্লুয়েনশিয়াল মানুষের তালিকায় রেখেছিল।

জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা। কোপেনহেগেনে জন্ম ও বড় হয়েছেন বেঙ্গালুরুতে।

কম বয়সে, তিনি জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপে ব্যাডমিন্টন খেলেছেন কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য খেলার কেরিয়ার ছেড়ে দেন।

এরপর খুব তাড়াতাড়িই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব পান এবং ২০০৬ সালে কন্নড় ছবি 'ঐশ্বর্য'-তে নাম ভূমিকায় কাজ করে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

এরপর বলিউডে পা রাখেন শাহরুখ খানের বিপরীতে। ২০০৭ সালে 'ওম শান্তি ওম' ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। পান পুরস্কারও।

পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক দীপিকার। নিয়মিত বেঙ্গালুরুতে যান তিনি।

ব্যক্তিগত সম্পর্ক তেমন কখনওই প্রকাশ্যে আনতেন না দীপিকা। তবে ২০১৭ সালে রণবীর সিংহের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

২০১২ সাল থেকে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন ডেট করেন। এবং অবশেষে ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।

শুধু অভিনয়ই নয়, নারী স্বাস্থ্য নিয়ে লেখালেখিও করেছেন তিনি। এছাড়া প্রকাশ্যে মানসিক অবসাদ নিয়েও কথা বলতে শোনা গেছে তাঁকে।