আজ মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষী ধোনির ১২ তম বিবাহ বার্ষিকী


দীর্ঘ প্রেমের পর সাক্ষী সিংহ রাওয়াতের সঙ্গে ২০১০ সালে আজকের দিনেই বিয়ে করেছিলেন ধোনি

ধোনির বায়োপিকে ২ জনের প্রেম দেখানো হলেও তা পর্দার গল্প থেকে আসলে না কি একদমই আলাদা

ধোনি এবং সাক্ষী দুজনেই একে অপরকে ছোটবেলা থেকেই চেনেন, ২ জনের পরিবারই পূর্ব পরিচিত

রাঁচিতে দুজনেই একসঙ্গে একই স্কুলে পড়তেন, কিন্তু পরে সাক্ষীর পরিবার দেরাদুনে চলে যায়

১০ বছর পর দুজনের দেখা হয় ২০০৭ সালে কলকাতায় তাজ হোটেল, সেখানে ইন্টার্নশিপ করছিলেন সাক্ষী

সেই দেখাতেই প্রেমে পড়ে হোটেলর ম্যানেজারের থেকে সাক্ষীর নম্বর চেয়ে বসেন ধোনি

শোনা যায়, দুজনেই ২০০৮ সালের মার্চ মাসে ডেটিং শুরু করেন, সেই বছর ধোনির জন্মদিনে মুম্বইয়ে গিয়েছিলেন সাক্ষী

২০১০ সালে এরপর ২ জনে গাঁটছড়া বাঁধেন, ২০১৫ সালে তাঁদের মেয়ে জিভার জন্ম হয়

বর্তমানে লন্ডনে রয়েছেন এই দম্পতি, সেখানেই বিবাহবার্ষিকী পালন করবেন তাঁরা