Image Source: pixabay.com

মধুমেহ রোগীদের অনেক নিয়ম মেনে চলতে হয়, বিশেষজ্ঞরা জানান যে, এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে তা চিরস্থায়ী

Image Source: pixabay.com

তবে, চিকিৎসকের পরামর্শ মেনে চললে এবং খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে নজর দিলে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে মধুমেহকে

Image Source: pixabay.com

অনেক মধুমেহ রোগীদেরই মনে সংশয় থাকে যে, তাঁরা কি আলু (Potato) খেতে পারবেন?

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আলু একেবারেই মধুমেহ রোগকে বাড়ায় না। বরং নিয়ন্ত্রণে রাখে

Image Source: pixabay.com

এতদিন হয়তো ভাবছিলেন, আলুর চিপস খেলে মধুমেহ রোগীদের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে

Image Source: pixabay.com

গবেষকদের মতে, মোটেই তা নয়। তাঁরা জানাচ্ছেন, আলু রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে

Image Source: pixabay.com

তাহলে কি আলুর মুখরোচক চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই, আলুর যে কোনও পদই খাওয়া যাবে?

Image Source: pixabay.com

গবেষণায় দেখা গিয়েছে সেদ্ধ করা আলু ঠাণ্ডা হলে তাতে রেজিস্ট্যান্ট স্টার্চের মাত্রা বাড়ে, মধুমেহ ভয় দূর করে দু একটা আলুর পদ খাওয়া যেতেই পারে

Image Source: pixabay.com

তবে, অবশ্যই তা নিয়ন্ত্রণে রেখে। যেকোনও কিছুর জন্যই মধুমেহ রোগীদের দরকার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন