সোশ্যাল মিডিয়ায় নানা সাজে প্রায়ই ছবি দিতে দেখা যায় পূজা হেগড়কে। কখনও পশ্চিমি পোশাক, কখনও ফিউশন--সবেতেই সমান সাবলীল 'মহেঞ্জোদারো' ছবির নায়িকা। চুটিয়ে ভারতীয় পোশাকেও ছবি দেন পুজা। সাজেনও পরিপাটি করে। ভক্তকূল তাঁর এই 'অবতারে'-ও যথেষ্ট মুগ্ধ। আপাতত ব্রিটেনে সপরিবার ছুটি কাটাচ্ছেন হৃত্বিক রোশনের নায়িকা। সেখানে 'সফটি' খাওয়ার ছবিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও 'ফ্লোরাল' লেহেঙ্গায় পুরোদস্তুর ভারতীয় সাজ, কখনও আবার শর্ট ড্রেসে পশ্চিমি ছোঁয়া। কী ভাবে এত রকম 'লুক' ক্যারি করেন, অবাক জিজ্ঞাসা ভক্তদের। সেটা অবশ্য রহস্যই করে রেখেছেন পূজা। আপাতত তাঁর পরবর্তী ছবির অপেক্ষায় ভক্তরা যার একটিতে অন্তত রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে পূজাকে।