মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ICSE - র পর এবার প্রকাশিত হল সিবিএসই দ্বাদশের ফল।

সিবিএসই দ্বাদশের দুটি টার্ম মিলিয়ে একটি মার্কশিট দেওয়া হবে।

পড়ুয়ারা সিবিএসই-র অফিশিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbseresults.nic.in -এ ফলাফল জানতে পারবেন।

এছাড়াও ডিজিলকার ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ফল জানা যাবে উমঙ্গ অ্যাপে।

প্রথমেই মোবাইল অথবা কম্পিউটার থেকে সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbseresults.nic.in-এ যেতে হবে।

Senior School Certificate Examination অপশনে ক্লিক করতে হবে।

রোল নম্বর, স্কুল কোড এবং জন্মের তারিখ তথ্য দিতে হবে

সঙ্গে সঙ্গে ফলাফল মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চলে আসবে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার জন ৯৫%-এর উপর পেয়েছেন।

মেয়েদের পাশের হার ৯৪.৫৪% , অন্যদিকে ছেলেদের পাশের হার ৯১.২৫%।