নতুন ধারাবাহিক 'গোধূলি আলাপ' বলবে অসমবয়সী প্রেমের গল্প ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে কৌশিক সেনকে। দীর্ঘদিন পরে ফের ছোটপর্দায় অভিনয় করছেন কৌশিক সেন। একজন আইনজীবীর চরিত্রে দেখা যাচ্ছে কৌশিককে কৌশিকের বিপরীতে অভিনয় করছেন সোমু গোধূলি আলাপ-এর হাত ধরে অভিনয়ে পা রেখেছেন সোমু। অসমবয়সী বিবাহ ও তার পরবর্তী জীবনের গল্প বলবে 'গোধূলি আলাপ' সোম থেকে শনি সন্ধে ৬টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক