নানা প্রাচীন সভ্যতায় প্রসাধনীর ব্য়বহারের প্রমাণ পাওয়া গিয়েছে। তার মধ্যে ছিল সুগন্ধীও।

সময়ের সঙ্গে আরও আধুনিক হয়েছে সুগন্ধী, এসেছে নানা বদলও।

নিজের জন্য কোন সুগন্ধী উপযুক্ত? কোন গন্ধ ভাল? এসব বুঝতে গেলে চিনতে হবে নোট (notes)

প্রতিটি সুগন্ধীর নোটের তিনটি স্তর। বেস, টপ এবং মিডল--- এই মিলেই সুগন্ধীর গন্ধ ঠিক হয়।

সুগন্ধী বা পারফিউমের কিন্তু নানারকম ভাগ রয়েছে। সেগুলি কী কী?

মূলত চারটি ভাগ। সবচেয়ে ভাল হচ্ছে পারফুম। যার গন্ধ থাকে অনেকক্ষণ। প্রায় ২৪ ঘণ্টা।

এর পরেই রয়েছে eau de parfum. তুলনায় কম সময় টেকে সুগন্ধীর দৌড়।

তৃতীয় বিভাগটি হল eau de toilette এবং চার নম্বর ভাগ eau de cologne।

অয়েল বেসড  (oil based) সুগন্ধীও হয়। তার পোষাকি নাম পারফিউম অয়েল। অত্যন্ত দামি হয় এগুলি।

প্রতিটি ব্যক্তির ত্বকের আলাদা প্রকৃতির জন্য একই সুগন্ধী ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করে। তাই ব্যবহারের আগে ত্বকের উপর পরীক্ষা করতে হয়। ছবি: pixabay