'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে হাজির টেলি দুনিয়ার রিয়েল লাইফ জুটিরা। মঞ্চ মাতালেন মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। হলুদ ঝলমলে শাড়িতে সঞ্চালিকার ভূমিকায় উজ্জ্বল রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগীদের সঙ্গে গানে গল্পে মেতে উঠলেন তিনি সমস্ত বিতর্ককে সরিয়ে পাশাপাশি উজ্জ্বল টলিপাড়ার চর্চিত জুটি শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। দুজনেই মাতলেন খেলায়। মঞ্চে হাজির ছিলেন সুস্মিতা সাহা মুখোপাধ্য়ায় ও সৌরভ সাহা। দুজনেই মাতলেন রঙের খেলায়। 'দিদি নম্বর ওয়ান'-এ রঙের খেলায় মাতলেন সোনালী চৌধুরী ও রজত ঘোষ দস্তিদার। টলিপাড়ায় বেশ জনপ্রিয় এই রিয়েল লাইফ জুটি বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিদি নম্বর ওয়ান-এ পাশাপাশি জিতু-নবনীতা। তাঁদের রসায়নও ছিল চোখে পড়ার মতো খেলার প্রায় সব উপকরণই ছিল রঙের। সাদা পোশাকে সাজিয়ে প্রতিযোগীদের সঙ্গে খেলা হয় রঙের খেলা। খেলার ফাঁকে খুনসুটিতে মজে অভিনেত্রী সোনালী ও সঞ্চালিকা রচনা। সব মিলিয়ে রঙে, খুশিতে জমজমাট দোল উৎসব। বিশেষ এই পর্ব দেখা যাবে আগামীকাল কেবল খেলা নয়, মঞ্চে ছিল গল্প, নাচ ও গানের আয়োজনও।