৩২ বছর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শাহরুখ খান। অ্যাকশন হিরো হওয়ার বদলে হলেন 'রোম্যান্টিক কিং'। অ্যাকশন হিরো 'পাঠান' হয়ে ওঠার মধ্যেও তাঁর একাধিক ছবিতে দেখা গেছে ট্রেনের দৃশ্য। এক ঝলকে সেগুলোই। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে: ১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি ট্রেনের দৃশ্য সকলের মনে গেঁথে আছে। 'দিল সে': ট্রেনের মাথায় চড়ে শাহরুখ খানের সঙ্গে মালাইকা অরোরার বিখ্যাত নাচ 'ছইয়াঁ ছইয়াঁ'। 'কুছ কুছ হোতা হ্যায়': ট্রেনের কামরায় অঞ্জলি, তাঁকে যেতে বারণ করতে আসা প্রিয় বন্ধু রাহুল। 'রা ওয়ান': বক্স অফিসে বিশেষ না চললেও এই ছবিতে ট্রেনে একটি অ্যাকশন দৃশ্য শ্যুট হয়েছিল। 'চেন্নাই এক্সপ্রেস': তামিল মীনাম্মা অর্থাৎ দীপিকার সঙ্গে ট্রেনেই প্রথম আলাপ হয় শাহরুখের। 'পাঠান': 'পাঠান' ছবির অন্যতম ভালবাসা পাওয়া দৃশ্য হচ্ছে ট্রেনে যখন শাহরুখ ও সলমন খানকে একসঙ্গে মারপিট করতে দেখা যায়। প্রসঙ্গত, সপ্তম দিনে এসে ভারতীয় বক্স অফিসে ২৩ কোটি টাকার ব্যবসা করল সিদ্ধার্থ আনন্দের ছবি। দেশের সঙ্গে বিদেশের মাটিতেও 'পাঠান'রাজ চলছে। সপ্তম দিনে এই ছবি বিশ্ববাজারে ১৫ কোটি টাকার ব্যবসা করেছে।