আজ জন্মদিন বলিউড অভিনেত্রী অমৃতা অরোরা। একঝলকে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অমৃতা অরোরা। কিন্তু তিনি তাঁর দিদি মালাইকার মতো জনপ্রিয়তা পাননি

অমৃতা অভিনয় করা ছাড়াও মডেলিং, ভিডিও জকি এবং টিভি প্রেসেন্টার হিসেবে কাজ করেছেন

২০০২ সালে ফারদিন খানের বিপরীতে 'কিতনে দুর কিতনে পাস' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অমৃতা

অনেকেই হয়তো জানেন না যে, দুই বোন অমৃতা এবং মালাইকা খুব ভালো বন্ধুও

অবসর সময়ে তিনি ছবি তুলতে ভালোবাসেন, শপিং করতে ভালোবাসেন। আর ভালোবাসেন নিজেকে ফিট রাখার জন্য যোগাসন করতে

শোনা যায়, একসময় ইংল্যান্ড ক্রিকেটার উসমান আফজলের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি

কিন্তু কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং, একে অপরকে তাঁরা বন্ধু বলেই এসেছেন প্রকাশ্যে

২০০৯ সালে ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমৃতা অরোরা। তাঁদের দুই সন্তানও রয়েছে

Thanks for Reading. UP NEXT

ডিনার ডেটে রাহুল আথিয়া

View next story