তাঁর পোশাকের অভিনবত্বই হামেশাই তাঁকে নিয়ে আসে খবরের শিরোনামে, তিনি উরফি জাভেদ

সবকিছু দিয়েই নাকি পোশাক বানানোর ক্ষমতা রাখেন তিনি, ব্যতিক্রম হল না আজকেও। কী ছিল আজকের পোশাকের বিশেষত্ব?

একটি ডেনিম জিন্স কেটে সেটাকেই অফ শোলডার বা কাঁধ খোলা টপ হিসেবে ব্যবহার করেছেন উরফি।

একটি জিন্সকে কেটে লঙ টপের মতো করে ব্যবহার করেছেন উরফি। অফ শোলডার কুর্তির মতোই দেখতে লাগছে কিছুটা

কুর্তির নিচেও একটি রঙের ফেডেড ব্যাগি জিনস পরেছেন উরফি। মাথায় উঁচু করে খোঁপা বেঁধেছেন

জিন্সের মতোই পকেট রয়েছে তাঁর টপে, সেখান থেকেই উঁকি দিচ্ছে আই ফোন।

ব্যাকব্রাশ করা চুল। কানে লাল বড় দুল পরেছেন উরফি।

পায়ে ছিল প্ল্যাটফর্ম হিল স্লিপার্স। ক্যাফের সামনে হাসি মুখে ছবি শিকারীদের জন্য পোজ দিলেন উরফি।

আজ তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, এখনও কি এমন কোনো জিনিস আছে যেটা উরফি এখনও পর্যন্ত পোশাক হিসেবে ব্যবহার করেননি?

একটু ভেবে উরফির উত্তর, 'এখনও মানুষের চামড়া দিয়ে পোশাক বানাতে পারিনি।'