২৫ বছর পর কলকাতায় জন্মদিন পালন করলেন পরিচালক রাম কমল মুখোপাধ্য়ায়। সেলিব্রিটি বন্ধুদের সঙ্গে এলাহি ভাবে নিজের জন্মদিন উদযাপন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক। এদিনের পার্টিতে দেখা মিলল অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, চূর্ণী গঙ্গোপাধ্য়ায়ের মত শিল্পীদের। উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী, অন্বেষাসহ একাধিক সেলিব্রিটিরা। দেখা মিলল সঙ্গীতশিল্পী সৌমেন্দ্র-সৌমজিতেরও। সকলেই এদিন বেশ খোশমেজাজে ফ্রেমবন্দি হল। উল্লেখ্য় কিছুদিন আগেই 'এক দুয়া' ছবির জন্য় জাতীয় পুরস্কার পেয়েছিলেন রাম কমল মুখোপাধ্য়ায়। এষা দেওল তখতানি অভিনীত এই স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পায় ২০২১ সালে। ইতিমধ্য়েই রাম কমল মুখোপাধ্য়ায় শেষ করেছেন তাঁর আগামী ছবি 'বিনোদিনী'-র শ্যুটিং। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। রুক্মিণীর সঙ্গে দ্রৌপদীকে নিয়ে নতুন ছবির ঘোষণাও করে ফেলেছেন রাম কমল মুখোপাধ্য়ায়।