মুম্বইয়ের বান্দ্রার হোটেল থেকে বেরতে ক্যামেরাবন্দি অভিনেত্রী দিশা পাটনী। কমলা গোলাপি ফ্লোরাল পোশাকে ক্যামেরাবন্দি দিশা, খোলা রেখেছিলেন চুল। কোনও আঘাতের জন্য পায়ে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল দিশার। তাই হিল নয়, স্লিপার্সেই স্বচ্ছন্দ অভিনেত্রী। শোনা যাচ্ছে আগামীতে অভিনেতা সুরিয়ারর বিপরীতে বড়পর্দায় দেখা যাবে দিশাকে। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বর্তমানে চর্চায় রয়েছেন দিশা। বেশ কিছু বছর ধরে তিনি সম্পর্কে ছিলেন টাইগার শ্রফের সঙ্গে। শোনা যাচ্ছে, টাইগার - দিশার সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। জানা যায়, ২০১৮ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশা পাটানি ও টাইগার শ্রফ অন্যদিকে বক্স অফিসে লাভের মুখ দেখেছে দিশার এক ভিলেন রিটানর্স, এই ছবিতে ছিলেন অর্জুন কপূরও। সম্পর্ক ভাঙলেও টাইগারের 'স্ক্রু ঢিলা' ছবির পোস্টার শেয়ার করেন দিশা। তবে এদিন দিশা কার সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন স্পষ্ট নয়। গাড়িতে উঠে নিজের আবাসনের উদ্দেশে রওনা দেন তিনি। অভিনয়ের সঙ্গে সঙ্গে নিয়মিত শরীরচর্চা করেন দিশা, তাঁর ফিটনেস ঈর্ষণীয়