সদ্য কৈশোর পেরোনো 'তিতলি'-র সেই 'নায়িকাকে' মনে পড়ে? বা 'ওমকারা'-র ইন্দু ত্যাগী কিংবা ধরুন 'ওয়েক আপ সিড'-র আয়েশা-কে? পর্দার যে কোনও চরিত্রকে কী ভাবে জীবন্ত করে তুলতে হয়, তা বার বার প্রমাণ করেছেন কঙ্কনা সেনশর্মা। আজ, শনিবার, তাঁর ৪৩ তম জন্মদিন। শুভেচ্ছার ঢল সোশ্যাল মিডিয়ায়। 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার' ছবির জন্য ২০০২ সালেই সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 'ওমকারা'-র জন্য ২০০৬ সালে আসে শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর জাতীয় পুরস্কার। এছাড়াও একাধিক পুরস্কার ও স্বীকৃতি রয়েছে তাঁর ঝুলিতে। পরিচালনায় হাতেখড়ি করে ফেলেছেন 'আ ডেথ ইন দ্য গঞ্জ' ছবিতে। শুধু হিন্দি নয়, বাংলাতেও সমানতালে কাজ করেছেন অপর্ণা সেন-কন্যা। 'গয়নার বাক্স' ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত। এভাবেই মুগ্ধ করতে থাকুন কঙ্কনা, প্রার্থনা ভক্তদের।