আজ জন্মদিন বলিউড অভিনেতা জিমি শেরগিলের। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য হিন্দি এবং পঞ্জাবী ছবির জনপ্রিয় মুখ জিমি শেরগিল। মুখ্য চরিত্র থেকে পার্শ্বচরিত্র, সমস্ত কিছুতেই নিজের ছাপ রেখেছেন বরাবর ১৯৯৬ সালে 'মাচিস' ছবি দিয়ে বলিউডে পা রাখেন জিমি শেরগিল। গুলজারের এই ছবি থেকেই দর্শকেরা এক নতুন অভিনেতাকে পায় প্রথম ছবি থেকেই বি টাউনের পরিচালক, প্রযোজকদের নজরে পড়ে যান তিনি অত্যন্ত প্রতিভাবান একজন তারকা জিমি শেরগিল। পাশাপাশি সফল প্রযোজক হিসেবেও কাজ করেছেন একা থাকলেই ক্রিকেট খেলা দেখা, ইন্ডোর কিংবা আউটডোর গেম খেলা, সাঁতার কাটা, বই পড়া তাঁর অত্যন্ত পছন্দের চিংড়ি মাছ থেকে যেকোনও মাছই তাঁর অত্যন্ত পছন্দের। এছাড়াও চিকেনের যেকোনও ডিশ তিনি পছন্দ করেন খেতে ভালোবাসলেও ফিটনেসের দিকেও নজর থাকে জিমি শেরগিলের। তার জন্য নিয়মিত শরীরচর্চাও করেন বলিউড বাদশা শাহরুখ খানের অন্যতম অনুরাগী জিমি শেরগিল। তাঁর সঙ্গে কাজের কোনও সুযোগই তিনি ছাড়তে চান না