আশঙ্কা এবার রূপ নিচ্ছে আতঙ্কে। মে মাসে যে বারবার দুর্যোগ দেখেছে বঙ্গবাসী, তারই কি পুনরাবৃত্তি হবে 'রেমাল'-এর হাত ধরে?



আরও ঘনীভূত গভীর নিম্নচাপ, সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে যার দূরত্ব ৩৮০ কিলোমিটার।



এই সময়ে দিঘায় ধীরে ধীরে বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ।



আগামীকাল অর্থাৎ রবিবার রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পরে 'রেমাল'।



ফিরবে কি আমফান, ফণী, ইয়াসের স্মৃতি? প্রমাদ গুণছেন উপকূলবর্তী জেলার মানুষ।



রেমালের প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও।



আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।



দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আছে । কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা।



রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায়।



কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।



Thanks for Reading. UP NEXT

রেমালের প্রভাবে ক্ষতি হবে কি আপনার জেলারও? জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস

View next story