অবশেষে বৃষ্টির স্বস্তি। তাহলে কি এসে গেল বর্ষা ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? তীব্র গরমের শেষ হল? দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেটির উত্তর-পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বাংলায় প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহবিদরা। যদিও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। কাল সন্ধের মধ্যে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। আপাতত কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টি হবে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার ষষ্ঠ দফা ভোটের দিনও বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কয়েক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।