আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, নিজের শক্তি বাড়িয়ে ক্রমশ অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে রেমাল। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



একদম চূড়ান্ত অবস্থায় ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



গতিবেগ ১৩০ কিলোমিটার হলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙারও আশঙ্কা রয়েছে।



ঘূর্ণিঝড় রেমালের প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়।



রবিবার মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।



এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে।



রেমালের ফলে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় ও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।



এই ঝড়ের ফলে হওয়া জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়ে উপকূলবর্তী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।



রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গজুড়ে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।



Thanks for Reading. UP NEXT

ঘণ্টায় ১০০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'রেমাল'

View next story