ভ্যাপসা গরম থেকে ফের স্বস্তির পূর্বাভাস। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।



আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



সেইসঙ্গে প্রত্যেকদিন থাকবে বজ্রবিদ্যুৎ-সহ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। হতে পারে কালবৈশাখীও।



বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে।



আগামী ২৩ ও ২৪ মে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।



আগামী ২৫ তারিখে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে।



দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা।



বিশেষ করে দুই দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ।



এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে আজ। আগামী ২৪ ও ২৫ তারিখের জন্য উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই।