অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো। সবারই আগ্রহ, পুজোয় কি বৃষ্টি হবে ?
ABP Ananda

অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো। সবারই আগ্রহ, পুজোয় কি বৃষ্টি হবে ?



এবার দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হয়েছে দেরিতে। উত্তরবঙ্গে বর্ষা তাড়াতাড়ি এলেও দক্ষিণে এসেছে দেরিতে।
ABP Ananda

এবার দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হয়েছে দেরিতে। উত্তরবঙ্গে বর্ষা তাড়াতাড়ি এলেও দক্ষিণে এসেছে দেরিতে।



এবার কিন্তু বর্ষা দেরিতে এলেও বৃষ্টির তোড় তেমন ছিল না। নিম্নচাপ কালেই বর্ষার দাপট বেড়েছে।
ABP Ananda

এবার কিন্তু বর্ষা দেরিতে এলেও বৃষ্টির তোড় তেমন ছিল না। নিম্নচাপ কালেই বর্ষার দাপট বেড়েছে।



পুজোর আগে বেশি বৃষ্টি হতে পারে। জানাল ভারতীয় মৌসম ভবন।
ABP Ananda

পুজোর আগে বেশি বৃষ্টি হতে পারে। জানাল ভারতীয় মৌসম ভবন।



ABP Ananda

অগাস্ট - সেপ্টেম্বরে দেশের অধিকাংশ প্রান্তে স্বাভাবিক থেকে স্বাভাবিকের বেশি বৃষ্টি হতে পারে।



ABP Ananda

দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস।



ABP Ananda

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরে গড় বৃষ্টি বেশি হতে পারে।



ABP Ananda

এবার মহালয়া ২ অক্টোবর। এই দিনও বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।



ABP Ananda

৮ অক্টোবর ষষ্ঠী। ১৩ অক্টোবর রবিবারই প্রতিমা বিসর্জন।



ABP Ananda

পুজোর সময় কতটা বৃষ্টি হয়, সেদিকে নজর সকলের।