প্রবল গরমে পুড়ছে বাংলা, এপ্রিলে তাপমাত্রার নয়া রেকর্ড



কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে



কলকাতার পাশাপাশি সংলগ্ন জেলাতেও চ়ড়ছে তাপমাত্রার পারদ



আবহাওয়া দফতর সূত্রে খবর, পানাগড়ের তাপমাত্রা ৪৪ ডিগ্রি



বহরমপুরের তাপমাত্রা পৌঁছল ৪৩.৬ ডিগ্রিতে



নয়া রেকর্ড গড়ে গতকাল দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস



৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছিল পারদ



মঙ্গলবার তার থেকেও প্রায় ২ ডিগ্রি উঠে তৈরি হল এপ্রিলে তাপমাত্রার নতুন রেকর্ড



আগামী ৪ দিন ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি



রবিবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে