একদিকে সামনে ভোট, অন্যদিকে তাপপ্রবাহ। সূত্রের খবর, ফের এগোচ্ছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি।



২২ এপ্রিল থেকে ছুটি পড়ছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ, খবর শিক্ষা দফতর সূত্রে।



বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে, খবর সূত্রের।



কয়েকদিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে-তে। এবার তা আরও এগিয়ে আনা হল।



এর আগে দেশের লোকসভা নির্বাচনের জন্য স্কুলের গরমের ছুটি বাড়ানো হয়েছিল। তখন স্থির হয়েছিল রাজ্যের স্কুলে গরমের ছুটি শুরু হবে ৬ মে থেকে। তা চলবে ২ জুন পর্যন্ত।



প্রথম দফার ভোটের জন্য় ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ রয়েছে।



দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ।



এমনিতে স্কুলে গরমের ছুটি ১০ দিনের হয়ে থাকে। এবার সব মিলিয়ে ২২ দিনের ছুটি ছিল। সেই দফায় ১২ দিন ছুটি বেড়েছিল।



২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। ঠিক হয়েছিল এবার ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে।



সেটাই এবার আরও এগিয়ে আসছে। শুরু হতে পারে ২২ এপ্রিল থেকেই।