আপনি হাওড়া পৌরনিগম এলাকার বাসিন্দা ? তাহলে এই জল সরবরাহ বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে রাখুন



বিজ্ঞপ্তিটি নাগরিকদের উদ্দেশে সমাজমাধ্যমে হাওড়া পৌরনিগমের তরফে প্রকাশ করা হয়েছে



হাওড়া পৌরনিগম জানিয়েছে, পুর এলাকার বিভিন্ন জায়গায় জরুরি ভিত্তিতে মেরামতির কাজ চালাবে তারা



করা হবে মেরামত ও ভাল্ব প্রতিস্থাপনের কাজ। এর ফলে জল সরবরাহ বিঘ্নিত হবে HMC ও KMDA-র বিভিন্ন স্থানে



১৮ ডিসেম্বর বুধবার থেকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত জল সরবরাহ বিঘ্নিত হবে। সময়ও জানানো হয়েছে পৌরনিগমের তরফে।



ওই দু'দিন বেলা সাড়ে ১২টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত সবকটি ওয়ার্ডে পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে



১৯ ডিসেম্বর সকাল ৭টার পর থেকে ফের পানীয় জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।



অনিচ্ছাকৃত অসুবিধার জন্যে দুঃখপ্রকাশও করেছে পৌরনিগম।



অতএব বিজ্ঞপ্তি মোতাবেক ওই দু'দিন পানীয় জলের জন্য নাগরিকরা আগাম পরিকল্পনা করে রাখতে পারেন।



এর আগে ২৬ ও ২৭ অক্টোবর বেশকিছু ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
তথ্য সূত্র - হাওড়া পৌরনিগম