কোনও ভূমিকম্পের প্রভাব বঙ্গোপসাগরে পড়লে কী হবে ? উত্তর, 'সুনামি হতে পারে।' বলছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষ তাঁর বক্তব্য, 'সেই সুনামির প্রভাব আসতে পারে কলকাতায়। কলকাতায় না আসুক, কলকাতা দক্ষিণপ্রান্ত যেসব...' 'কারণ, এখান থেকে উপকূল কত দূর ? ১০০-১৫০ কিলোমিটারের মধ্যে উপকূল' 'সেইসব জায়গায় ঘন জনপদ রয়েছে। সেইসব জায়গায় জলস্তর বাড়তে পারে'. বলছেন শৈবাল ঘোষ (প্রতীকী ছবি) এদিন সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কম্পন টের পাওয়া যায় উত্তরবঙ্গেও ভূমিকম্পের উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১ নেপালজুড়ে তীব্র ভূমিকম্পে আতঙ্ক ছড়ায়। ভূমিকম্পে তিব্বতে ৯৫ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে প্রথম কম্পনের পর ৪ ঘণ্টায় পরপর ৮ বার আফটারশক অনুভূত হয় ভারত-নেপাল-বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেছে চিন-ভুটানেও। সাতসকালে মোট ৫টি দেশে ভূমিকম্প