কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস



সপ্তম দফার ভোটের দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা ভোটগণনার দিনও



আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে



আজ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে



জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা



কাল শেষ দফায় রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট। সপ্তম দফার ভোটের দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।



ইতিমধ্যেই কেরলে ঢুকেছে বর্ষা। কিছুদিনের মধ্যেই বাংলায় ঢোকার কথা বর্ষার।



আগেই আবহাওয়া দফতর জানিয়েছে ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হতে পারে। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।



বাঁকুড়ার বড়জোড়ায় বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে যাওয়া দম্পতির বজ্রপাতে মৃত্যু



বজ্রপাত হলে এবং ঝোড়ো হাওয়া বইলে এলাকার বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে IMD-এর তরফে।