ছোটবেলা থেকে শুনে আসা গানই ফের নতুন রূপে আর সেইসঙ্গে নতুন জুটি, 'দেখেছি রূপসাগরে'-র তালে বোনা হল দিতিপ্রিয়া রায় ও দিব্যজ্যোতি দত্তের প্রেমের গল্পকে। আজ এসভিএফ মিউজিক-এর তরফ থেকে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও 'দেখেছি রূপসাগরে'। এটি দুজনেই প্রথম মিউজিক ভিডিও। গোটা গানে ফুটিয়ে দেখা হয়েছে বয়সকালে এসে ফিরে দেখা কিশোর বয়সের এক না হওয়া প্রেমের গল্প। প্রথম দেখা, চোরা চাহনি, বাড়ি থেকে লুকিয়ে আলাপ এবং অবশেষে প্রেম নিবেদন। কিন্তু পর্দায় সফল হয় না এই প্রেম। দুর্গা ও দিব্যজ্যোতির চরিত্রের বয়স্ক ভূমিকায় অভিনয় করেছেন অন্য দুই অভিনেতা-অভিনেত্রী। এই গানে অভিনয় নিয়ে দিব্যজ্যোতি বলেছেন, 'প্রথম মিউজিক ভিডিও সবসময়েই খুব বিশেষ। আমার 'দেখেছি রূপসাগরে'- সবসময় মনে থাকবে' গানটিতে নতুনত্বের ছোঁয়া দিয়েছেন অরিন্দম। মাহতিম সাকিবের গলায় শোনা যাবে 'দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা' এই গানটি নিয়ে দিতিপ্রিয়া বলছেন, 'এই গল্প আদ্যপান্ত প্রেমের, যার মধ্যে সারল্য রয়েছে। দুর্গার মতো একটা চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে' দিতিপ্রিয়া বলছেন, 'এই গানটার শ্যুটিংয়ে শিডিউল ভীষণ চাপের ছিল। শ্যুটিংয়ের সময় অনেক ঝড়বৃষ্টিও হয়েছে' মাহতিম সাকিব বলছেন, 'ছোট থেকে বড় হয়েছি এই গানটা শুনে। গানটা গাওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করি মানুষের ভালো লাগবে।'