রাখি বলে কথা! দুই ভাইয়ের সঙ্গে মনের আনন্দে ছবি তুললেন শ্রদ্ধা কাপুর। সেই ছবি সাজিয়ে দিলেন ইনস্টাগ্রামে। তাতে খুনসুটির মুহূর্ত থাকবে না, তাও কি হয়? ভাই সিদ্ধান্ত কাপুরের সঙ্গে আহ্লাদে আটখানা। ছবি দিলেন আর এক ভাই প্রিয়াঙ্ক শর্মার সঙ্গেও। রাখি মানে ভাই-বোনের দিন। শ্রদ্ধাও সেই দিনটা চুটিয়ে উপভোগ করলেন দুই ভাইয়ের সঙ্গে। পোস্টের নিচে ক্যাপশন, 'বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ভাইয়েরা।' তবে শুধু খুনসুটি নয়, নিষ্ঠাভরে পুজোও সারলেন তার আগে। প্রিয় অভিনেত্রীকে একদম অন্য় রূপে দেখে খুশি ভক্তরাও। ভাইদের সঙ্গে হাসি-ঠাট্টা-খুনসুটি নিয়েই ভাল থাকুন শ্রদ্ধা, প্রার্থনা ভক্তদের।