শুধু বড়পর্দার নায়ক নন, বাস্তবেও নায়ক সুনীল শেট্টি একদিকে অভিনেতা, প্রযোজক, অন্য দিকে সফল ব্যবসায়ী মানুষ হিসেবে কতখানি খাঁটি সুনীল, জেনে নিন ১৯৯৬ সালের ঘটনা, ঘটনাস্থল মহারাষ্ট্রের কামাঠিপুরা যৌনপল্লী সেখানে হানা দেয় পুলিশ, উদ্ধার হয় ৪৫০-র বেশি তরুণী নাবালিকা-সহ তিরিশের মধ্যে বয়স ছিল সকলের পাচারচক্রের হাতে পড়ে যৌনপল্লীতে এসে পড়েন তাঁদের দায়িত্ব নেয়নি কেউ, গাঁটের কড়ি খরচ করেন সুনীলই বিমান ভাড়া করে বাড়ি পাঠান, দাঁড়িয়ে থেকে তদারকি করেন নিজে কিন্তু কখনও কৃতিত্ব নেননি সুনীল, পরে বিষয়টি সামনে আসে মেয়েগুলির নিরাপত্তার জন্যই চুপ ছিলেন, পরে জানান সুনীল