এর আগে ছোটপর্দা আর বড়পর্দা সামলেছেন নিজের অভিনয় দক্ষতায়। এবার শুরু হচ্ছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের কেরিয়ারের নতুন ইনিংস
ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন দিতিপ্রিয়া রায়। 'হইচই'-এর ওয়েবসিরিজ 'তানসেনের তানপুরা'-য় আলাপ শ্রুতির সঙ্গে হাত মিলিয়ে এবার রহস্যের জট খুলবেন দিতিপ্রিয়াও!
ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে 'হইচই'-এর ওয়েবসিরিজ 'তানসেনের তানপুরা'। বিক্রম চট্টোপাধ্যায় ও রূপসা চট্টোপাধ্যায় অভিনীত এই ওয়েবসিরিজের গল্প সুরে সুরে বাঁধা
প্রকাশ্যে এসেছে ওয়েবসিরিজে দিতিপ্রিয়ার প্রথম লুকও। লম্বা স্কার্ট ও সাদা টপে ঝলমল করছেন দিতিপ্রিয়া। কখনও আবার ওয়েস্টার্ন পোশাকেও দেখা গিয়েছে তাঁকে।
সদ্যই ধারাবাহিক রানি রাসমনির শেষ করেছেন দিতিপ্রিয়া। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের প্রায়কেন্দ্র ছিলেন দিতিপ্রিয়াই।
দিতিপ্রিয়া বলেছিলেন, 'আমার ছোটপর্দা থেকে একটু বিরতি নেওয়ার ইচ্ছা রয়েছে। রানিমা-র চরিত্রের অভ্যেসটা কাটাতে একটু সময় লাগবে। তবে ছবিতে কাজ করব'
২০১৯ সালের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসিরিজ ছিল 'তানসেনের তানপুরা'। অবশ্যই তৃতীয় পর্বে দিতিপ্রিয়ার হাত ধরে নতুন চমক আনবেন প্রযোজকরা
ওয়েবসিরিজ ছাড়াও দিতিপ্রিয়ার হাতে রয়েছে 'মায়ামৃগয়া', 'অচেনা উত্তম'-এর মত একাধিক ছবি।
অনলাইনে পড়াশোনা চলছে দিতিপ্রিয়ার। বাড়িতে বসেই অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার