পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়িত করেছে
প্রকল্পের দেশব্যাপী প্রচারে সাইকেল করে লাদাখ পাড়ি রাজ্যের এক তরুণের
দুর্ঘটনা কমাতে সাইকেল করে প্রচারাভিযান শুরু করলেন তিনি
অভিনব এই অভিযান শুরু করলেন নিমতার বাসিন্দা বিপ্লব দাস
ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দফতর থেকে এই অভিযান শুরু
প্রায় দশ দিনের এই দুর্গম সফর আজ তিনি শুরু করলেন
তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করে যাবেন লাদাখ পর্যন্ত
প্রচার চালাবেন দুর্ঘটনা রোধে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে
উৎসাহিত করেন ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা
এর আগে বিপ্লব সিকিম সীমান্ত, চিন সীমান্তে গেছিলেন