ভারতে ডিভোর্স ছাড়া পুনরায় বিয়ে অপরাধ।
এর জন্য হতে পারে দীর্ঘ সময়ের জেল।
এর সঙ্গে জড়িয়ে থাকে দুইপক্ষেই আর্থিক ইস্যুও।
তাই সবদিক ভেবেচিন্তেই এগোনো ভাল হবে।
সেটা স্বামী এবং স্ত্রী উভয়পক্ষেই বর্তাতে পারে।
স্ত্রী আয় না করলে ভাতা আবেদনের উপযুক্ত।
স্বামী বেকার হলে ভরণপোষণের দায়িত্ব কর্মরতা স্ত্রীর।
স্ত্রী কর্মরতা হলে ভরণপোষণের সুযোগ নেই।
২৫ নং ধারার অধীনে প্রদত্ত ভাতাকে স্থায়ী ভাতা বলা হয়।
এবিষয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা সেরে নিন।