বাতাসে হিমেল ভাব, বোঝাই যাচ্ছে আর দেরি নেই শীতের। অর্থাৎ বছরখানেক পর আবার নামিয়ে ফেলতে হবে শীতের পোশাক। কিন্তু তার গন্ধ যাবে কী ভাবে? এক বছর ধরে ওয়ার্ডড্রোব বা আলমারি-বন্দি থাকায় শীতের পোশাকে গন্ধ চেনা সমস্যা। এক বালতি জলে লেবুর রস চিপে সেখানে উলের জামাকাপড় মিনিট কুড়ি ডুবিয়ে রাখুন। গন্ধ চলে যাবে। ব্যবহার করার আগে ভাল করে কড়া রোগে শীতের পোশাকগুলি রেখে দিন। তাতেই অনেক কাজ হয়ে যাবে। শীতশেষে পোশাক তুলে রাখার সময় 'কফি পাউডার' বান্ডিল করে তার মধ্যে রেখে দিন। কোনও গন্ধ হবে না। আপনার পছন্দের গন্ধ রয়েছে, এমন ২-৪ ফোঁটা এসেনশিয়াল অয়েল শীতের পোশাকে ব্যবহার করে দেখতে পারেন। বেকিং সোডাকে বান্ডিল করে শীতের পোশাকের মধ্যে রেখে দেখতে পারেন। গন্ধ আটকাতে এটিও কার্যকরী। এক বছর পর যে পোশাক পরার সময় আসে, তাতে গন্ধ হওয়ার আশঙ্কা থাকেই। তবে এবার শীতে আর চিন্তা নেই। এই 'টিপস' ট্রাই করে দেখুন তো....