আজ জন্মদিন দিব্যা ভারতীর, মাত্র ১৯ বছর বয়সেই এই দুনিয়া ছেড়ে চলে যান 'বিশ্বাত্মা' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ, ছবির সঙ্গে দর্শকের মনে জায়গা করে নেন দিব্যা ছবির জগতের কোনও পরিবার থেকে আসেননি দিব্যা ভারতী ১৪ বছর বয়স থেকেই তিনি মডেলিং করা শুরু করেন, মাত্র নবম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করেছেন দিব্যা ভারতী 'বব্বিলি রাজা' ছবি দিয়ে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ দিব্যা ভারতীর, তারপরই প্রস্তাব পান 'বিশ্বাত্মা' ছবিতে 'দিওয়ানা' ছবিতে শাহরুখ খানের সঙ্গে দিব্যা ভারতীর জুটি দর্শকের মন জিতে নেয় 'শোলা অউর শবনম' ছবির শ্যুটিংয়ে সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে দিব্যা ভারতীর পরিচয় করিয়ে দেন গোবিন্দা মাত্র ১৮ বছর বয়সে সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন দিব্যা ভারতী শোনা যায়, বিয়ের পর থেকেই স্ট্রেট, অবসাদে ভুগতে থাকেন, এসবের কারণে তিনি মদ্যপান করা শুরু করেন তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি দুর্ঘটনা নাকি খুন, তা আজও রহস্য থেকে গিয়েছে