সারা দেশে শুরু দীপাবলির প্রস্তুতি। আলোর উৎসবে মাতলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও। আখনুর সেক্টরেও দীপাবলি পালন। উদ্য়োক্তা জওয়ানরা। শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। তুবড়ি জ্বালিয়ে উৎসবে মাতলেন সেনাকর্মীরা। জ্বালালেন প্রদীপ। জ্বলল তারাবাতি। নানা রকম মিষ্টি এবং লাড্ডুও ছিল রসদে। লক্ষ্মী-গণেশ পুজো করেন জওয়ানেরা। উৎসবের পাশাপাশি চলছে অতন্দ্র প্রহরা। পুঞ্চে ১০ হাজার ফুট উচ্চতায় সেনা পোস্টেও পালিত দীপাবলি।