দেবভূমে প্রধানমন্ত্রী। কেদারনাথে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ABP Ananda

দেবভূমে প্রধানমন্ত্রী। কেদারনাথে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেই লক্ষ্যে আজ সকালে তিনি এসেছেন কেদারনাথে
ABP Ananda

সেই লক্ষ্যে আজ সকালে তিনি এসেছেন কেদারনাথে

প্রধানমন্ত্রীকে মাথায় হিমাচলি টুপি ও পাহাড়ি পোশাক পরিধান করে থাকতে দেখা যায়
ABP Ananda

প্রধানমন্ত্রীকে মাথায় হিমাচলি টুপি ও পাহাড়ি পোশাক পরিধান করে থাকতে দেখা যায়

প্রধানমন্ত্রীর এই পোশাক নিয়ে শুরু হয়েছে চর্চা। হিমাচল প্রদেশে এই উপহার পেয়েছিলেন মোদি

প্রধানমন্ত্রীর এই পোশাক নিয়ে শুরু হয়েছে চর্চা। হিমাচল প্রদেশে এই উপহার পেয়েছিলেন মোদি

হিমাচল প্রদেশের চাম্বার মহিলারা প্রধানমন্ত্রীকে পাহাড়ি পোশাক উপহার দিয়েছিলেন

সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই মহিলাদের কথা দিয়েছিলেন, ঠান্ডার কোনও জায়গায় গেলে এই পোশাক তিনি পরবেন

কেদারনাথে এসে বাবা কেদারের দর্শন ও মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে ৫ বার কেদারনাথে এসেছেন নরেন্দ্র মোদি

২০১৭-য় ২ বার। ২০১৮-এ একবার, পরের বছর, ২০১৯-এ ফের কেদারনাথে যান মোদি

এরপর ২০২১-এর পর এবার ২০২২-এও মোদি কেদারনাথে এলেন