কর্নাটকে চলছে ভারত জোড়ো যাত্রা। মাইসোরে একটি মসজিদে রাহুল গাঁধী। মাইসোরের চামুণ্ডেশ্বরী মন্দিরে রাহুল গাঁধী। তামিলনাড়ু থেকে শুরু হয়ে কেরলে চলেছে পদযাত্রা। সম্প্রতি ঢুকেছে কর্নাটকে। আলাপচারিতায় মগ্ন রাহুল গাঁধী। কর্নাটকের সুত্তুর মঠে সাধক শিবরাত্রি দেশিকেন্দ্র স্বামীজির সঙ্গে দেখা করেন রাহুল। এক বৃদ্ধা সমর্থকের সঙ্গে কথোপকথন। মাইসোরে সেন্ট ফিলোমেনা চার্চে যান রাহুল গাঁধী। রাস্তায় প্রদর্শনী শিল্পীদের। পদযাত্রার মাঝে আখে মন। সোমবার ভারত জোড়ো যাত্রা অ্যাপ উদ্বোধন জয়রাম রমেশের।