হিন্দুধর্মে সোমবার হল শিবের বার। আবার মঙ্গলবার হল পার্বতীর বার।
ABP Ananda

হিন্দুধর্মে সোমবার হল শিবের বার। আবার মঙ্গলবার হল পার্বতীর বার।



শিবের পুজোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন।
ABP Ananda

শিবের পুজোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন।



হলুদ ও সিঁদুর প্রায় সব দেবদেবীকে অর্পণ করা গেলেও, কখনই দেওয়া যায় না শিবকে।
ABP Ananda

হলুদ ও সিঁদুর প্রায় সব দেবদেবীকে অর্পণ করা গেলেও, কখনই দেওয়া যায় না শিবকে।



শিবকে মে হন্দি বা সিঁদুর দেওয়া হয় না। শাস্ত্র অনুযায়ী, শিবের সৃঙ্গার হল ভস্ম।
ABP Ananda

শিবকে মে হন্দি বা সিঁদুর দেওয়া হয় না। শাস্ত্র অনুযায়ী, শিবের সৃঙ্গার হল ভস্ম।



ABP Ananda

তুলসী পাতায় শিবপুজো হয় না। বেলপাতা দেওয়া হয়।



ABP Ananda

শিবলিঙ্গের উপরে থাকা জলাধার কখনওই যেন লোহার না হয়।



ABP Ananda

কেতকী ও চাঁপা ফুল শিবকে দেবেন না। কথিত আছে, শিব এই দুই ফুলকে শাপ দিয়েছিলেন।



ABP Ananda

শুধুমাত্র মহাশিবরাত্রির দিন কেতকী বা কেওড়া ফুলে পুজো হয়।



ABP Ananda

হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে শিবের মাস বলেও উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সারাবছরই শিবপুজোয় এই নিয়মগুলো মানতে হবে।



ABP Ananda

ডিসক্লেমার: bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই ।