হিন্দুধর্মে সোমবার হল শিবের বার। আবার মঙ্গলবার হল পার্বতীর বার।



শিবের পুজোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন।



হলুদ ও সিঁদুর প্রায় সব দেবদেবীকে অর্পণ করা গেলেও, কখনই দেওয়া যায় না শিবকে।



শিবকে মে হন্দি বা সিঁদুর দেওয়া হয় না। শাস্ত্র অনুযায়ী, শিবের সৃঙ্গার হল ভস্ম।



তুলসী পাতায় শিবপুজো হয় না। বেলপাতা দেওয়া হয়।



শিবলিঙ্গের উপরে থাকা জলাধার কখনওই যেন লোহার না হয়।



কেতকী ও চাঁপা ফুল শিবকে দেবেন না। কথিত আছে, শিব এই দুই ফুলকে শাপ দিয়েছিলেন।



শুধুমাত্র মহাশিবরাত্রির দিন কেতকী বা কেওড়া ফুলে পুজো হয়।



হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে শিবের মাস বলেও উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সারাবছরই শিবপুজোয় এই নিয়মগুলো মানতে হবে।



ডিসক্লেমার: bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই ।