মশার কামড় থেকে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে,

মশার কামড় থেকে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, নানা ধরনের রোগও দেখা দিচ্ছে

ম্যালেরিয়া, ডেঙ্গুর পাশাপাশি জাপানিজ এনসেফালাইটিস, ফিভারও হচ্ছে

মশা তাড়ানোর জন্য তাই অনেকেই কয়েল ব্যবহার করেন কিন্তু এতে অনেক ক্ষতি হচ্ছে

এই মশার ধূপ অত্যন্ত বিষাক্ত

কয়েলের প্রধান উপাদান হিসাবে থাকে পাইরোফ্রয়েড এর আসল সক্রিয় উপাদানটি হল ক্লোরিনেটেড হাইড্রোকার্বন

এছাড়াও মশার ধূপে প্যারাফিনের মতো আরপ্যান ফসফরাস যৌগ এবং কার্বন থাকে

একটি মশার কয়েল যা পরিমান ধোঁয়া উৎপন্ন করে তা ১০০টি সিগারেটের ধোঁয়ার সমান

তাই যতটা পারবেন মশার এই কয়েল থেকে দূরে থাকুন