সামনেই দোল। রঙয়ের উৎসব। করোনা ধাক্কা কাটিয়ে মেতে উঠতে মুখিয়ে আট থেকে আশি আশঙ্কা অনেকের অ্যালার্জি নিয়ে বাড়িতেই রং বানিয়ে মেতে ওঠা যাবে উৎসবে, মাত্র কয়েকটি সহজ ধাপে রান্নায় ব্যবহার করা হলুদগুঁড়ো আর বেসন দিয়ে তৈরি করে নেওয়া যায় হলুদ রং লাল রং তৈরি করার জন্য হলুদ গুঁড়োর মধ্যে লেবুর রস মিশিয়ে দিন ময়দা ও গুলাল মিশিয়ে তৈরি করা যায় হলুদ রং বেগুনি, সবুজ রংও তৈরি করা যাবে সহজেই সবুজ রং পেতে ময়দা এবং মেহেন্দি সম পরিমাণে মিশিয়ে নিন বাদামি রং পেতে প্রথমে ২০০ গ্রাম কফিগুঁড়ো জলে ভাল করে ফুটিয়ে নিন