শীত, গ্রীষ্ম, বর্ষায় আমরা ত্বকের যত্ন নিলেও, সব থেকে বেশি অবহেলা করা হয় পা


বিভিন্ন কারণেই পায়ের গোড়ালির উপর প্রভাব পড়ে

গোড়ালির ফাটার ফলে রক্তপাত এবং ব্যথা হতে পারে

সমস্যা সমাধানে কার্যকরি ভূমিকা পালন করে লেবু এবং নারকেল

গোড়ালির ফাটা দূর করে নতুন চামড়া তৈরিতে সাহায্য করে লেবু

ভাল করে পা ধুয়ে পাতিলেবু দিয়ে তৈরি মিশ্রণ লাগাতে হবে

৩ থেকে ৪ মিনিট স্ক্রাব করতে হবে, উষ্ণ গরম জল দিয়ে পা ধুয়ে ফেলতে হবে

লেবু এবং পেট্রোলিয়াম জেলি মিশিয়ে মাখা যেতে পারে ফাটা গোড়ালিতে

এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মেশাতে হবে

গোড়ালির ফাটা অংশে মাখতে হবে, সারা রাত রেখে সকালে উঠে ধুয়ে ফেলতে হবে