এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ ২০২২ সালে অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ড কাপের ১৩১তম পর্ব গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়াসহ প্রথম ১১টি আইএসএল দলই এই টুর্নামেন্ট খেলবে আইএসএল দলগুলির পাশাপাশি ৫ আই লিগ এবং ৪টি ভারতীয় সশস্ত্র বাহিনীর দলও খেলবে ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে গ্রুপ ‘এ’ এবং ‘বি’-এর ম্যাচ কলকাতা, ‘সি’-এর ম্যাচ মণিপুর ও ‘ডি’-এর ম্যাচ গুয়াহাটিতে খেলা হবে গ্রুপ ‘এ’-তে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব গ্রুপ ‘বি’-তে একইসঙ্গে রয়েছে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে ১৬ অগাস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ দিয়েই শুরু টুর্নামেন্ট