কোনও মূর্তি নেই।
ABP Ananda

তবু এখানে পূজিত হন দেবী।

কোনও মূর্তি নেই।

৩০০ বছর আগে
ABP Ananda

এই পুজোর সূচনা করেছিলেন বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ।

৩০০ বছর আগে

কথিত আছে,
ABP Ananda

রাজা মহাতাব চাঁদের ইচ্ছে হয়েছিল রাজবাড়িতে দুর্গাপুজো করার।

কথিত আছে,

পুরনো পুজো
ABP Ananda

তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো পুজো।

পুরনো পুজো

ABP Ananda

আগে রাজবাড়ির আলাদা মন্দিরে পুজো হত।

আলাদা মন্দিরে পুজো

ABP Ananda

সময়ের স্রোতে সেই মন্দিরও এখন জীর্ণ।

জীর্ণ মন্দির

ABP Ananda

১২ বছর অন্তর পটে নতুন করে ছবি এঁকে দেবীর অঙ্গরাগ হয়।

দেবীর অঙ্গরাগ

ABP Ananda

বাঙালিদের পাশাপাশি গুজরাতিরাও এই পুজোয় অংশ নেন।

পুজোয় অংশগ্রহণ

ABP Ananda

কালের স্রোতে অনেক কিছুই ম্লান হয়ে গিয়েছে।

ম্লান