তবু এখানে পূজিত হন দেবী।
এই পুজোর সূচনা করেছিলেন বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ।
রাজা মহাতাব চাঁদের ইচ্ছে হয়েছিল রাজবাড়িতে দুর্গাপুজো করার।
তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো পুজো।
আগে রাজবাড়ির আলাদা মন্দিরে পুজো হত।
সময়ের স্রোতে সেই মন্দিরও এখন জীর্ণ।
১২ বছর অন্তর পটে নতুন করে ছবি এঁকে দেবীর অঙ্গরাগ হয়।
বাঙালিদের পাশাপাশি গুজরাতিরাও এই পুজোয় অংশ নেন।
কালের স্রোতে অনেক কিছুই ম্লান হয়ে গিয়েছে।