দুর্গাপুজোয় গত বছরের চেয়ে বাড়তি অর্ডার পেয়ে

আশার আলো দেখেছিলেন সিঙ্গুরের শোলা শিল্পীরা

যে ডাকের সাজ ছাড়া একসময় পুজো হত না

সেই শিল্পীরাই আজ সমস্যায়

বারুইপাড়া -পলতাগড় পঞ্চায়েত এলাকায়

চার পুরুষের বেশি বাস শোলা শিল্পীদের।

এবার দুর্গাপুজোয় বাড়তি অর্ডার মিলেছে।

কিন্তু তবু মুখের হাসি চওড়া হচ্ছে না এদের।

কাঁচামালের অভাবের পাশাপাশি, আগুন দাম।

ফেরাতে হচ্ছে অর্ডার।

কাঁচামালের অভাবের পাশাপাশি, আগুন দাম।

মজুত থাকা শোলা দিয়েই চলছে কাজ।

কাঁচামালের আগুন দাম।

লাভের অংশ কমে যাচ্ছে

পেশা থেকে মুখ ফেরাচ্ছে বর্তমান প্রজন্মও।

লাভের অংশ কমে যাচ্ছে

একটু সাহায্য পেলেই বেঁচে যাবে শোলা শিল্প।

ফের আসবে সুদিন, আশায় শিল্পীরা।

সঙ্কট কাটবে কবে?

সেদিকেই তাকিয়ে শিল্পীরা