আজ সপ্তমী৷ আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা তারপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু সপ্তমীর পুজো নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা নবপত্রিকার মধ্যে দিয়েই প্রকৃতির সঙ্গে দেবীর এক চিরন্তন সম্পর্ক স্থাপন হয় সপ্তমীতে প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃ বন্দনা সপ্তমীর ভোরে ঘাটে ঘাটে ভিড়৷ ঊষালগ্নে নবপত্রিকা স্নান নব পত্রিকা স্নানের পরে একে একে চক্ষুদান, প্রাণপ্রতিষ্ঠা