আর কয়েকটা দিন পরেই কৃষ্ণ জন্মাষ্টমী, উদযাপনে মেতে উঠবেন মথুরা-বৃন্দাবনবাসী। শুধু মথুরা-বৃন্দাবন নয়, বহু ভক্তের ঘরেই আরাধনা হবে বালগোপালের। ভক্তির থেকে মহার্ঘ কিছুই নয়। তবে 'ক্ষীর' যে এই উৎসবের অন্যতম ভোগ হতে পারে, সে কথা হয়তো অনেকেরই খেয়াল থাকবে। মাখন যে বালগোপালের অন্যতম প্রিয়, সে কথা ভক্তমাত্রেই জানেন। তাই 'মাখন মালাই'-ও রাখা যেতে পারে। মিষ্টি হিসেবে ওই দিন অনেকে 'পেড়া'-ও দিয়ে থাকেন আরাধ্য়ের সামনে। 'শ্রীখন্দ'। মূলত মারাঠি এবং গুজরাতিদের মধ্যে এই মিষ্টি গোপালের সামনে সাজিয়ে দেওয়ার চল রয়েছে। চাইলে যে কেউ-ই এটি নিবেদন করতে পারেন। মূলত দই থেকে তৈরি হয় 'শ্রীখন্দ'। তবে তার সঙ্গে আমের নির্যাস মিশিয়ে আরও স্বাদবর্ধক মিষ্টি বানানো সম্ভব। ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে দেবকীর অষ্টম গর্ভে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। ভক্তের হৃদয়ের 'নৈবেদ্যই' তাঁর কাছে সবথেকে মহার্ঘ। এটুকু মনে রাখাই উৎসবের সার কথা।