শেষ হল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি 'দুর্গাপুর জংশন'-এর শ্যুটিং।
ABP Ananda

শেষ হল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি 'দুর্গাপুর জংশন'-এর শ্যুটিং।



থ্রিলার ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়।
ABP Ananda

থ্রিলার ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়।



শিল্পের শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবির গল্প।
ABP Ananda

শিল্পের শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবির গল্প।



এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের দুঃসাহসিক অভিযানের গল্প দেখা যাবে এই ছবিতে।
ABP Ananda

এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের দুঃসাহসিক অভিযানের গল্প দেখা যাবে এই ছবিতে।



ABP Ananda

অন্যান্য চরিত্রে দেখা যাবে একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধরকে।



ABP Ananda

নির্মাতাদের তরফে জানানো হয়েছে শ্যুটিং শেষে এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।



ABP Ananda

২০২৪ সালে মার্চ বা এপ্রিল মাসে ছবির মুক্তির কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।



ABP Ananda

চলতি বছরেই মুক্তি পায় পরিচালকের অপর ছবি 'শিবপুর'। আর তা মুক্তি পাওয়ার আগেই 'দুর্গাপুর জংশন' ছবির কথা ঘোষণা করেন অরিন্দম ভট্টাচার্য।



ABP Ananda

ছবি সম্পর্কে পরিচালক বলেছিলেন, 'মূলত এটি আমেরিকায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে।'



ABP Ananda

ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।