ABP Ananda


আগামীকাল মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তীর নতুন ছবি 'কাবুলিওয়ালা'।


ABP Ananda


সুমন ঘোষের এই ছবির হাত ধরে, নতুন রূপে বড়পর্দায় 'কাবুলিওয়ালা'-কে তুলে ধরবেন মিঠুন।


ABP Ananda


এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানালেন মিঠুন চক্রবর্তী।


ABP Ananda


সেটে নাকি সবসময়েই সময়ের আগে এসে পৌঁছন মিঠুন, দেরি হয় না কখনও।


ABP Ananda


নিজের লম্বা কেরিয়ারে, শ্যুটিং সেটে পৌঁছতে নাকি কখনও দেরি হয়নি মিঠুন চক্রবর্তীর।


ABP Ananda


সেটে এসে নিজের সংলাপের অনুশীলন করা ও মেক আপ নিয়ে তৈরি হয়ে নেওয়াই অভ্যাস মিঠুনের।


ABP Ananda


সেটে আগেভাগে এসে, এভাবেই নিজেকে চরিত্রের জন্য প্রস্তুত করে নেন মিঠুন, তা সে যে কোনও চরিত্রই হোক না কেন।


ABP Ananda


এর আগে, মিঠুনকে নিয়ে আরও একটি অন্যরকম গল্প বলেছিলেন মমতাশঙ্কর।


ABP Ananda


সেটে হোক বা অন্য কোথাও, নিজের জন্মদিন হলেও কখনও কেক কাটেন না মিঠুন চক্রবর্তী।


ABP Ananda


এমনতি কেক কাটার সময়ও নাকি সামনে থাকেন না মিঠুন, সরে যান সামনে থেকে।


ABP Ananda


তবে কেন মিঠুন এই নিয়ম পালন করেন তা খোলসা করেননি মমতাশঙ্কর।