বৃহস্পতিবার দিনটির জন্য অপেক্ষা করেছিলেন লাল-হলুদ শিবিরের সকলে



এদিনই ইস্টবেঙ্গলের য়ে খেলতে কলকাতায় এলেন বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার



তিনি, সানজিদা আখতার



লাল-হলুদ জার্সি গায়ে মহিলাদের আই লিগ খেলবেন সানজিদা



তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা



সুন্দরী সানজিদা বাংলাদেশে ভীষণই জনপ্রিয়



এর আগেও ভারতের ক্লাব থেকে প্রস্তাব ছিল তাঁর কাছে



বসুন্ধরার সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় আসতে পারেননি



এবার ইস্টবেঙ্গলের প্রস্তাব পেয়ে আর ফেরাননি সানজিদা



দল হিসাবে খেলাকে গুরুত্ব দিচ্ছেন সানজিদা (ছবি - সানজিদার ফেসবুক)