দিঘা উপকূল জুড়ে জলোচ্ছ্বাস।

কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জের।

গার্ডওয়াল টপকে জল ঢুকল দিঘা শহরে।

বাঁধ না থাকায় সমুদ্রের জল গ্রামে ঢুকছে।

কটালে প্লাবিত বিভিন্ন এলাকা।

বাজার এলাকাতেও চলে এসেছে জল।

দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে

নামখানা থেকে আসছিল ট্রলারটি।

সৃজা নামের একটি ট্রলার দুর্ঘটনায় পড়ে।

ট্রলার থেকে ৬ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সমুদ্রের তীরে কড়া নজর প্রশাসনের।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায় প্রবল বৃষ্টি।

মুড়িগঙ্গা নদীর জল বেড়ে বিপন্ন বেশ কিছু এলাকা।

অনেক বাড়িতে ঢুকে গেছে জল।

স্থানীয় বাসিন্দারা অন্যত্র সরে যাচ্ছেন।

সমুদ্র বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে।

অমাবস্যার কটালে বাঁধ উপচে জল ঢুকেছে লোকালয়ে

বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে।

কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে ঢুকছে জল।