প্রত্যেক বছর প্রায় ৬০০০ গণেশ মূর্তির পুজো করা হয়
বলা হয় পেশোয়াদের শাসনকালে এই উৎসব বিশাল আকার নেয়
এখানে বিনায়ক চতুর্থীর দিন গণপতি নবরাত্রি শুরু হয়ে চলে অনন্ত চতুর্দশী পর্যন্ত
মাপুসার বিখ্যাত গণেশপুরি ও খাণ্ডোলায় গণেশ মন্দিরে পুজো হয়
মহারাষ্ট্রের কঙ্কন উপকূলের রত্নগিরির ছোট্ট শহরে বিখ্যাত মন্দিরে ভক্তসমাগম
অন্ধ্রপ্রদেশের গ্রামে একুশ দিনের পুজোতে প্রতিদিন বিনায়ক যাত্রা হয়
সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনের গণেশ পুজোর আয়োজন করা হয়
পঞ্চমুখ হেরম্ব গণপতি মন্দির, অনন্ত নগর গণপতি মন্দির, শ্রী জম্বু গণপতি মন্দিরে পুজো করা হয়।
দক্ষিণের এই জেলাতে মাটি ও দুধ দিয়ে মূর্তি তৈরি করা হয়
থিমে জীবিকাকে প্রাধান্য দেওয়া হয়